সাতক্ষীরায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

Spread the love

ফ্রন্টিয়ার রিপোর্ট :

সাতক্ষীরায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে এক শিশু কন্যাসহ প্রাইভেটকার চালক।

আজ ২৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ৬টার সময় সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন বিজিবি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভারতীয় নাগরিক হলেন অসীম কুমার (৪৫) ও তার স্ত্রী ছবি বিশ্বাস (৩৬)। তারা ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি এলাকার বাসিন্দা। এছাড়া আহত শিশু কন্যার পরিচয় পাওয়া যায়নি। সে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত প্রাইভেট চালক রফিকুল ইসলাম সজীব খুলনার ফুলবাড়ীএলাকার বাসিন্দা । তার অবস্থা আশংকাজনক । সাতক্ষীরা সদর হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে নিহত দম্পতি রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন।

এদিকে হতাহতের ঘটনায় সংবাদ পেয়ে তাৎক্ষনিক খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রজেক্টের এজিএম ভারতীয় নাগরিক গ্রীত্রিবেদি ও ম্যানেজার নূরুল আরেফিন সকাল ১০টার দিকে হতাহতদের খোঁজ খবর নিতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত ওই দুই ভারতীয় নাগরিক। রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। সকালে খুলনা থেকে প্রাইভেটযোগে সাতক্ষীরা অভিমুখে আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী খুলনাগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়। নিহত দুই ভারতীয় নাগরিকের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আহত শিশুটির পরিচয় এখনও পাওয়া যায়নি। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours