অনলাইন ডেস্ক॥
পৃথিবীর অন্যতম নয়নাভিরাম ও অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ। বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন দেশটিকে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, স্বর্গের দ্বীপ, প্রকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী। যা দুনিয়াজোড়া মানুষকে মুগ্ধ করে ও টানে। ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙে সেজে পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে। মালে আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য্যে উপভোগের জন্য সেখানে ছুটে যায় অসংখ্য দর্শনার্থী। ছোট বড় প্রায় ১২০০ দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ, যার রাজধানী মালে আইল্যান্ড । ১.৫ কিলোমিটার লম্বা এবং ১ কিলোমিটার চওড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি। হানিমুন কাপল দের জন্য মালদ্বীপ হল ভ্রমনের একটি তির্থ স্থান। মালদ্বীপের নয়নাভিরাম দৃশ্য আর সুন্দর আবহাওয়ার জন্য সবাই আকৃস্ট হয়। নারিকেল সুপারি গাছ সহ অন্যান্য নানান গাছগাছালিতে পরিপূর্ণ ছোট্ট একটি দ্বীপ মালে। আর পর্যটকদের পছন্দের এই মালে আইল্যান্ড সবসময়ই লোকে-লোকারণ্য থাকে। শরীর আর মন ভোলানো দ্বীপ মালে আইল্যন্ড । নীলসাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর মনকে করে তুলে প্রাণবন্ত এখানে আসলে ভ্রমণ এর সকল ক্লান্তি যেন নিমিষেই চলে যায়। এখানকার প্রায় সবগুলো রিসোর্টগুলোর ইনফিনিটি পুল থেকে মালদ্বীপে আসল সৌন্দর্য উপোভোগ করা যায়।
সাঁতার জানা থাকলে বীচে সাঁতার কাটতে ভুলবেন না। মালে আইল্যান্ডের পূর্ব থেকে ভারুনুলা রালহুগান্ধুতে ফেরি তে গিয়ে অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখতে পারবেন । সার্ফিংও স্মোকেলিং করার জন্য এটি একটি উপযুক্ত জায়গা।
+ There are no comments
Add yours