অনলাইন ডেস্ক॥
নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’। উৎসবের ৫৪তম আসরে লাইমলাইট বিভাগে এটি নির্বাচিত হয়েছে।
বাংলার রূপকথা মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে এ চলচ্চিত্র। যা মুক্তি পায় গত ১১ এপ্রিল। বাণিজ্যের বিচারে ছবিটি ফ্লপ, তবে সমালোচকরা এর প্রশংসা করেছে।
রটারডাম উৎসবে ‘কাজলরেখা’ নির্বাচিত হওয়া প্রসঙ্গে গিয়াস উদ্দিন সেলিম বলেন, এই উৎসব বরাবরই এক্সপেরিমেন্টাল ফিল্মগুলোকে প্রাধান্য দেয়, মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে এই সময়ে এসে লোকাল ফর্মে কীভাবে পর্দায় হাজির করলাম সেটাই ওদের আগ্রহী করেছে। এরজন্য সম্মানিত বোধ করছি।
রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে ২০২৫ সালের ৩০ জানুয়ারি। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে সরাসরি অংশ নেবেন গিয়াস উদ্দিন সেলিম ও রাফিয়াত রশিদ মিথিলা।
সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, শরিফুল রাজ, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন, ঝুনা চৌধুরী প্রমুখ।
বলা দরকার, এর আগে এই নির্মাতার ব্লকবাস্টার ‘মনপুরা’ সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল। এরপর ‘পাপপূণ্য’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায় গিয়েছিল।
+ There are no comments
Add yours