আইনজীবী হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

Spread the love


অনলাইন ডেস্ক॥

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশ হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ রাজন ,স্টুডেন্টস রাইটস এসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব, রাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবার সমান অংশগ্রহণ ছিল। হিন্দুরা আমাদের কাছে নিরাপদ। জুলাই বিপ্লব পরবর্তী মুসলিমরা হিন্দুদের মন্দির পাহারায় ছিল। আজকের এই কর্মসূচি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং উগ্রবাদী সংগঠন ইসকন-এর বিরুদ্ধে। হিন্দু ও ইসকন সম্প্রদায়কে আমরা আলাদা চোখে দেখি। আমরা ভাই হত্যার বিচার চাই।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের (ইসকন) নেতা ও সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ প্রভু ব্রহ্মচারীকে গ্রেফতার ও তার জামিন নামঞ্জুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সনাতনী সম্প্রদায়ের লোকজনের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours