স্বর্ণের দাম আরও কমলো

Spread the love


অনলাইন ডেস্ক॥
২ হাজার ৮২২ টাকা কমিয়ে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৫৫৪ টাকা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বুধবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এর আগে সোমবার আর এক দফা কমানো হয়। তার আগে গত ২০, ২২ ও ২৪ নভেম্বর তিন দফা সোনার দাম বাড়ানো হয়। টানা তিন দফা দাম বাড়ানোর পর এখন দুই দফা কমানো হলো।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৮২২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৭,৫৫৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৬৯৪ টাকা কমিয়ে ১ লাখ ৩১,৩০২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,৩০৯ টাকা কমিয়ে ১ লাখ ১২,৫৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১,৯৭১ টাকা কমিয়ে ৯২,৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours