আগারগাঁওয়ে ব্যাটারি রিকশাচালকদের সড়ক অবরোধ

Spread the love


অনলাইন ডেস্ক॥

রাজধানীর আগারগাঁও মোড়ে আজও বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত রিকশাচালকেরা। এতে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

সোমবার বেলা ১১টা থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রোরেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক আটকে ব্যাটারিচালিত রিকশাচালকদের বিক্ষোভ চলছিল।

আন্দোলনকারীদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার করতে হবে।

এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর পর থেকে আন্দোলনে নামেন বিক্ষুব্ধ রিকশাচালকেরা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours