চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

Spread the love


অনলাইন ডেস্ক॥

চিকিৎসকদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। নির্দেশনায় বলা হয়েছে, দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকরা সভা-সেমিনার বা প্রশিক্ষণ, কর্মশালায় অংশ নিতে বছরে দুইবারের বেশি বিদেশ ভ্রমণ করতে পারবেন না। চিকিৎসক যে বিষয়ে অভিজ্ঞ কেবল ওই বিষয়ে আমন্ত্রণ পেলেই তাতে অংশ নিতে বিদেশ যেতে পারবেন।
স্বাস্থ্য সেবা বিভাগের বিভিন্ন দপ্তর, সংস্থায় কর্মরত চিকিৎসকদের বিদেশে সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ, কর্মশালায় অংশগ্রহণ নিয়ে যে নীতিমালা করেছে, তাতে এসব কথা বলা হয়েছে। নতুন নীতিমালা নিয়ে রোববার অফিস আদেশ জারি করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। নতুন নীতিমালা কার্যকর হবে আগামী ১ জানুয়ারি থেকে।
নীতিমালায় বলা হয়েছে, প্রার্থী যে বিষয়ে অধ্যয়নরত সেই বিষয়ে আমন্ত্রিত হয়ে বিদেশে যেতে পারবেন। আমন্ত্রণকারী সংস্থা বিদেশগামী চিকিৎসকের ভিসা, উভয় পথের বিমানভাড়া, আবাসন ব্যবস্থাসহ সব খরচ বহন করবে জানিয়ে আমন্ত্রণকারীর কাছ থেকে প্রত্যয়ন নিতে হবে।
বিদেশে যাওয়ার আগে এবং ফেরত আসার পর একটি প্রতিবেদন স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন শাখায় জমা দিতে হবে। তৃতীয় পক্ষ খরচ বহন করবে, এরকম যেকোনোও আবেদন সরাসরি বিবেচনার বাইরে থাকবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours