সরাইলে যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত

Spread the love

অনলাইন ডেস্ক॥

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউপির ভৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোপী কান্ত ঘোষ (৩০) নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
জানা যায়, সোমবার ভোরে সিলেটগামী দ্রুতগতির মামুন স্পেশাল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে পড়ে যায়। এতে বাসে থাকা তিনজন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মারগুব তৌহিদ জানান, দ্রুতগতির একটি বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে যান। বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours