অনলাইন ডেস্ক॥
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, বিশেষ অভিযানে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাই মোটরসাইকেল বিক্রির সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ নভেম্বর) দুপুরে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কসবা উপজেলার গুরুহিত গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে জুয়েল মিয়া, আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মৃত ফারুক মিয়ার ছেলে ও পালিত পিতা ইউনুস মিয়ার ছেলে সোহেল রানা। এসময় মোটরসাইকেলটি জব্দ করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকেলে মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় অবস্থায় নেয় পুলিশ। এসময় আলী হোসেনের মোটর গ্যারেজের সামনে ৩ জন লোক একটি চোরাই মোটরসাইকেলযোগে এসে উপস্থিত হন। হঠাৎ পুলিশ দেখতে পেয়ে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় মোটরসাইকেল চোর চক্রের সদস্য জুয়েলকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে জুয়েলকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সোহেল রানা নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।
+ There are no comments
Add yours