অনলাইন ডেস্ক॥
গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া (বেঙ্গাডুবা) গ্রামের ফরাজ উদ্দিনের ছেলে মো. ওয়াসিম (৩৫), একই গ্রামের আলী আহম্মদ মিয়ার ছেলে মো. বাহার মিয়া (৩০) ও মো. শহিদ মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (২৫)।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাসে যাত্রীবেশে গাঁজা পাচারের সময় এই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার (৩ নভেম্বর) ভোরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে বাস থেকে তাদের গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন জানান, রোববার ভোরে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকাগামী মামুন এন্টারপ্রাইজ পরিবহন বাস তল্লাশি করে বাসের বক্সে রাখা তিনটি বস্তা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বস্তায় টিকেট নম্বর দেখে বাসে থাকা তিন যাত্রীকে গ্রেফতার করা হয়। তারা যাত্রীবেশে বাসে করে গাঁজা পাচার করছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
+ There are no comments
Add yours