বিনোদন ডেস্ক॥
ক্রিকেটবিশ্বে ক্ষুরধার মস্তিস্ক হিসেবে পরিচিত ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে বুদ্ধিদীপ্ত সব সিদ্ধান্ত নিয়ে বহুবার দলকে উদ্ধার করেছেন ‘ক্যাপ্টেন কুল’। অথচ, ভারতের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের ক্রিকেটজ্ঞান নিয়েই প্রশ্ন তুলেছিলেন তার স্ত্রী সাক্ষী। ধোনি ও সাক্ষী বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১০ সালে। বিয়ের আগে ধোনিকে চিনতেন না সাক্ষী। ক্রিকেটের বিষয়েও তেমন জ্ঞান ছিল না ধোনিপত্মীর। ধোনির বায়োপিক সূত্রে সেটি এখন প্রায় সবাই জানেন। সাক্ষীর ক্রিকেট জ্ঞান বিষয়ে মজার একটি ঘটনা এবার তুলে আনলেন ধোনি স্বয়ং।
সম্প্রতি ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে একটি মঞ্চে দাঁড়িয়ে নিজের স্ত্রীর বিষয়ে একটি মজার ঘটনা তুলে ধরেন। ধোনিকে বলতে শোনা যায়, ‘আমরা ঘরে বসে খেলা দেখছিলাম। মনে হয় ওয়ানডে ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল কোনো। সঙ্গে সাক্ষীও ছিল সেদিন। কিন্তু সাধারণত বাড়িতে আমি আর সাক্ষী ক্রিকেট নিয়ে কথা বলি না। তো সেই সময় বোলার যে বলটা দিয়েছিল ওটা ওয়াইড ছিল। কিন্তু ব্যাটার স্টেপ আউট করায় ওটা স্টাম্পড হয়ে গেছিল। আজকাল আম্পায়ারা রিভিউ নেয়, থার্ড আম্পায়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে আমার স্ত্রী শুরু করে দিয়েছে যে এটা নাকি আউট নয়। এদিকে ব্যাটার হাঁটা শুরু করে দিয়েছে ফেরার জন্য। আর সেটা দেখে বলে, ‘‘দেখো, দেখবে ওকে এখনই ডাকবে। ওয়াইড বলে স্টাম্প হবেই না।’’ আমি ওকে যতই বোঝাই যে ওয়াইড বলে স্টাম্প হয়, নো বলে হয় না সে কিছুতেই মানে না। বলে ‘‘তুমি কিছু জানো না।’’
সাক্ষীকে নিয়ে এমন বর্ণনার পর অনুষ্ঠানে উপস্থিত সবাই হাসিতে মেতে উঠেন। ধোনি আরও যোগ করেন, ‘অবশেষে যখন ব্যাটারকে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করল, ও বলে কি না ‘‘কিছু গড়বড় হয়েছে’’। কিছুতেই মানল না।’
+ There are no comments
Add yours