ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

Spread the love

অনলাইন ডেস্ক॥
ছাত্রলীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করায় ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ ছাত্র জনতা। বুধবার রাতে জেলা শহরের কালীবাড়ি মোড় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মিছিলে ছাত্র জনতা বিভিন্ন স্লোগান দিতে থাকে,‘এই মুহুর্তে খবর এলো ছাত্রলীগ নিষিদ্ধ হলো’,‘ছাত্রলীগের চামড়া তুলে নিব আমরা’,‘ছাত্রলীগের দুই গালে জুতা মারো তালে তালে’।

মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন, সাব্বির আহমেদ উসমানি, মোহাইমিনুল আজবীন, ইকরামুল মারজান চৌধুরী ও মোহাম্মদ হানিফসহ শিক্ষার্থীরা।

এ সময় বক্তরা ছাত্রলীগকে নিষিদ্ধ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি আওয়ামী লীগসহ তাদের অঙ্গসংগঠন গুলোকে নিষিদ্ধ করার দাবি জানান। সমাবেশ শেষে ছাত্র জনতার পক্ষ থেকে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours