রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাবে যা বলেছেন প্রধান বিচারপতি

Spread the love


অনলাইন ডেস্ক ॥

জানা গেছে, মঙ্গলবার রুদ্ধদ্বার বৈঠকে প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেন দুই উপদেষ্টা। তবে বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে নানা দলের আন্দোলন চলছে। এমনকি বঙ্গভবন ঘেরাও কর্মসূচিও পালিত হয়েছে। বিষয়টি নিয়ে এ মুহূর্তে নানা গুঞ্জন চলছে। জনমনে প্রশ্ন উঠেছে— রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যদি পদত্যাগ করেন, সেক্ষেত্রে কে বসবেন ঐ পদে?

গেল ক’দিন ধরেই আলোচনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে একেক সময় একেক বক্তব্য দিয়ে শপথ ভাঙার অভিযোগ এনেছে খোদ সরকার। আন্দোলনকারীরা বঙ্গভবন ঘেরাও কর্মসূচি দিয়ে তার পদত্যাগের আল্টিমেটামও দিয়ে রেখেছেন।
এমন বাস্তবতায় মঙ্গলবার রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন দুই উপদেষ্টা। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র জানায়, আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সেই বৈঠকে প্রধান বিচারপতিকে প্রস্তাব দেওয়া হয় পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা সেই বৈঠকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। এই মুহূর্তে প্রধান বিচারপতির দায়িত্বই পালন করে যেতে চান তিনি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

যদিও বুধবার সকালে রাষ্ট্রপতি ইস্যুতে কোনো কথা বলতে রাজি হননি আইন উপদেষ্টা। এ বিষয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলব না। এখন অনেক ব্যস্ত আছি।
সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, সাংবিধানিক কাঠামোর মধ্যে দেশ চলবে কি না, অথবা নতুন কোনো পথ খোঁজা হবে- তা দ্রুত পরিষ্কার করা উচিত।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours