অনলাইন ডেস্ক॥
বিশ্বে সবচেয়ে বেশি কৃষিপণ্য উৎপাদিত হয় কোন দেশে? উত্তরটা বেশ সহজ—চীনে। দেশটি অনেক বড়, জনসংখ্যার দিক দিয়েও তারা শীর্ষে। খুব স্বাভাবিক কারণেই বিপুলসংখ্যক মানুষের খাদ্যের সংস্থান করতে হয় দেশটিকে। আর তাই কৃষিপণ্য উৎপাদনের দিক দিয়ে চীন বিশ্বের শীর্ষ কৃষিপণ্য উৎপাদনকারী দেশ। চীনের উৎপাদিত কৃষিপণ্যের মূল্য প্রায় ৯৬ হাজার ৯০০ কোটি ডলার। লন্ডন থেকে প্রকাশিত জনপ্রিয় ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট–এর প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট নানা বিষয় নিয়ে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকে। কৃষি উৎপাদনের এসব তথ্য তাদেরই। ২০১৭ সালের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। সব দেশের তথ্য এর পরে আর এখনো পায়নি সংস্থাটি। আপনি জেনে অবাক হবেন, চীন দেশটির যুবতী বয়সী নারীরা সবচেয়ে বেশি পরিশ্রমী। তারা আমাদের এই অঞ্চলের যেকোনো পুরুষের চেয়ে অনেক বেশি পরিশ্রম করে অভ্যস্ত। তারা মাল টানা, খেতে ধান লাগানো, ফসল তোলা, ফসল বোনা ও পরিচর্যার মতো কাজ গুলো চিনা নারীরা অনায়াসে করে থাকে। দুর্গম পাহাড় থেকে পাহাড়ে, সমতল থেকে সর্বত্র তারা এই কৃষি কাজটি করেন। তারা পরিবার ও দেশের জন্যই মূলত কঠোর পরিশ্রম করেন। আর তারা মনে করেন ফসল উৎপাদনের অভিনব সব পদ্ধতি ধরে রাখতে হলে, তাদেরকে পরিশ্রম করতেই হবে। আর এসব কারনেই চিনা মানুষ পরিশ্রমী এবং তারা কৃষি বিপ্লবে শীর্ষে।
+ There are no comments
Add yours