বিশ্বের সর্বোচ্চ একক মূল্যমানসম্পন্ন মুদ্রার দেশ কুয়েত

Spread the love


অনলাইন ডেস্ক॥
পারস্য উপসাগরীয় রাষ্ট্র কুয়েতের রাজধানী কুয়েত সিটি। কুয়েতি দিনার বিশ্বের সর্বোচ্চ একক মূল্যমানসম্পন্ন মুদ্রা। যা বিশ্বের যেকোনো দেশকে ছাড়িয়ে টপে আছে। বলা হয়, বিশ্বের উচ্চতম বাঁকানো কংক্রিটের অট্টালিকা আল-হামরা টাওয়ার এই দেশে অবস্থিত। আধুনিক কুয়েতের প্রতীক কুয়েত টাওয়ার্স, ৪৫ হাজার বর্গমিটার আয়তনের কুয়েত গ্র্যান্ড মসজিদ, মধ্যপ্রাচ্যের বৃহত্তম ঐতিহ্যকেন্দ্র আবদুল্লাহ সালেম কালচারাল সেন্টার ও কুয়েত বিজ্ঞানকেন্দ্র ইসলামী ঐতিহ্যের সাথে নান্দনিক সৌন্দর্য বহন করে চলেছে। কুয়েতের সাইফ প্যালেসে রয়েছে সোনার প্রলেপ দেয়া ছাদ আর সম্পূর্ণ নীল টাইলস দিয়ে মোড়ানো একটি ওয়াচ টাওয়ার। এখানকার নারী পুরুষ সবাই খুবই সহজ সরল। শান্তিপ্রিয়। তারা উৎসব করতে বেশ পছন্দ করে। প্রাকৃতিক তেল সমৃদ্ধ দেশটির প্রতি পর্যটকদের আকর্ষন নানা কারণে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours