প্রথম নারী হিসেবে বাংলাদেশি বিমান সংস্থার পরিচালক হলেন ক্যাপ্টেন তাসমিন

Spread the love


নিউজ ডেস্ক

প্রথমবারের মতো একজন নারী হিসেবে বাংলাদেশের একটি বিমান সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা। সম্প্রতি এক অফিস আদেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট অপারেশন্স পরিচালক হিসেবে তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। এর আগে ক্যাপ্টেন দোজা বিমানের ট্রেনিং ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক এই নারী বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে ফ্লাইং লাইসেন্স লাভ করেন। তিনি ফকার-২৮ এ প্রশিক্ষক পাইলট, বোয়িং-৭৩৭ এর ফ্লিট প্রধান ও প্রশিক্ষক এবং বোয়িং-৭৮৭ ড্রিমলাইনারের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours