প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া॥
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, হাসিনা একদিকে পালিয়েছে। আর মানুষের ঘরে খুশি আর খুশি, মুক্তি আর মুক্তি, আনন্দ আর আনন্দ। আওয়ামী লীগকে আর টোকাইয়াও খুঁজে পাওয়া যায় না। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছিল। একটা বাড়িতেও কান্না হয়নি। একটা মানুষও আফসোস করেনি। এত বছর পরে আবার ৫ আগস্ট একই ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে আয়োজিত এক সভায় রুমিন ফারহানা এসব কথা বলেন। রুমিন ফারহানার বাবা ভাষাসংগ্রামী অলি আহাদের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ব্যারিস্টার রুমিন বলেন, ‘ভোটের কোনো নিশানা কিন্তু দেখি না। সাবধান করে দিই। এ দেশের মানুষ ভোটের জন্য বারবার আন্দোলন করেছে। বারবার রক্ত দিয়েছে। মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না। মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দেন। মানুষ যাকে খুশি, তাকেই বেছে নেবে। এই দেশ চলবে মানুষের রায়ে।’
সভায় সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, ‘ক্ষমতায় যাবে সেই জন, যেই জনকে দেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় নেবে। বিনা ভোটের সরকার বাংলাদেশে আমরা আর কোনো দিন আসতে দেব না।’
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আমানুল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, ডেমোক্রেটিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোকন সেন, জেলা বিএনপি সাবেকসহ সভাপতি এড. শফিকুর রহমান শফিক, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টার, নবীনগর উপজেলা বিএনপি নেতা আনিছুর রহমান মঞ্জু, আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান, সরাইল সদর ইউপি চেয়ারনম্যান আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা সভা শেষে প্রয়াত অলি আহাদ স্মরণে দোয়া করা হয়।
+ There are no comments
Add yours