সুজিতের দোকানে প্রতিদিন বিক্রি হয় ১২০০ কাপ চা

Spread the love


অনলাইন ডেস্ক ॥
প্রতিদিন প্রায় ১২০০ কাপ সেই চা বিক্রি করে সাড়া ফেলেছেন জয়পুরহাটের সুজিত চা স্টলের মালিক সুজিত চন্দ্র সরকার। তার দোকানে প্রতিদিনই ১৫ ধরনের চা ও সাত ধরনের কফি বিক্রি হয়। বিকেল থেকেই জমজমাট হয় তার দোকান। নানা ধরনের চায়ের স্বাদ নিতে জেলার বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় মানুষ। চায়ের দোকানের কারিগর হামিদুল ইসলাম বলেন, এই দোকানে দুধ চা, লাল চা, মালাই চা, মেট চা, গ্রিন টি, লেমন টি, মশলা চা, আমলকী, মরিংগাসহ ১৫ ধরনের চা পাওয়া যায়। এছাড়াও জিংসিং, কাপুচিনো, ব্ল্যাকসহ সাত ধরনের কফি রয়েছে আমাদের দোকানে। ৬ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দামের কফি পাওয়া যায় এখানে। চা খেতে আসা একজন জানালেন, এখানে গাভীর দুধের চা পাওয়া যায়। অনেক বছর ধরে এখানে চা খান তিনি। কোনো মেহমান এলে তাদেরকেও এখানে চা খেতে নিয়ে আসেন।

সুজিত চন্দ্র সরকার বলেন, ২১ বছর আগে রেলস্টেশন সড়কে সুজিত টি স্টল অ্যান্ড কফি হাউজ দিয়ে ব্যবসা শুরু করেন। প্রথমদিকে ব্যবসায় তেমন সফলতা না এলেও চা বিক্রি করে ভাগ্যের পরিবর্তন হয়েছে। প্রতিদিনই প্রায় ৬০-৭০ কেজি দুধের চা বিক্রি হয়। দোকানে ২২ প্রকারের চা-কফি বিক্রি হয়। বর্তমানে তার দোকানে তিনজন কর্মচারী রয়েছে। দৈনিক প্রায় ১২০০ কাপ চা-কফি বিক্রি হয় এখানে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours