ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত কৃষক লীগ নেতা হামদু গ্রেফতার

Spread the love


অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া হামদুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে চট্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেফতারকৃত হামিদুল হক ভূইয়া হামদু (৬৫) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউপির চিনাইর গ্রামের জিল্লুর রহমান ভূইয়ার ছেলে।
তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের শাসনামলে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সব সরকারি অফিসের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামদু আত্মগোপনে চলে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিস্ফোরক মামলা। রাতে তাকে ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours