বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড গাড়িঘণ্টায় ৪৪৫ কি.মি. গতি

Spread the love


অনলাইন ডেস্ক:
এই হাইপারকার বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড গাড়ি বলে দাবি করেছে বুগাটি। গাড়িটির গতি ঘণ্টায় ৪৪৫ কিলোমিটার।দিন দিন আরও বেশি উন্নত হচ্ছে প্রযুক্তি। যেসব প্রযুক্তি সমৃদ্ধ করছে জীবনমান। তেমনই যুক্ত হচ্ছে গাড়ি, বাইক এবং বিভিন্ন ডিভাইসে। স্পোর্টস কারের দুনিয়ায় সবাইকে অবাক করে দিল ইতালির বুগাটি। সামনে এলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগামী হাইপারকার বুগাটি ট্যুরবিলন। সম্প্রতি গাড়িটি উন্মোচন করেছে সংস্থা। যেমন আধুনিক ডিজাইন, তেমনই তাক লাগানো ইঞ্জিন রয়েছে গাড়ির মধ্যে। তবে বর্তমানে বুগাটি চিরন সংস্থার অন্যতম জনপ্রিয় সুপারকার, যার সর্বোচ্চ গতি ৪৮৯ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই হাইপারকার মাত্র ২.২ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে। এই গাড়ির তুলনায় সামান্য কম গতি রয়েছে বুগাটি ট্যুরবিলনের। এই গাড়ির সর্বোচ্চ গতি ৪৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় মাত্র ২ সেকেন্ড। ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা স্পর্শ করে মাত্র ৩ সেকেন্ডে। গাড়ি থেকে যে ইলেকট্রিক পাওয়ার তৈরি হয়, তা আসে ২৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে। তবে গাড়ি শুধু ইলেকট্রিক মোডে চালালে সর্বোচ্চ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours