এই খাল দিয়ে ৬০০০ জাহাজ চলাচল করে!

Spread the love

অনলাইন ডেস্ক ॥
পানামা খাল যুক্তরাষ্ট্রের পূর্ব-পশ্চিম উপকূলে জাহাজ চলাচলের ক্ষেত্রে ১৫০০০ কি.মি.পথ কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, উত্তর আমেরিকার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার আরেক উপকূলে যেতে ৩৫০০ কি.মি. পথ কমিয়ে দিয়েছে। এই খাল দিয়ে বছরে প্রায় ৬০০০ জাহাজ চলাচল করে এবং দৈনিক গড়ে ৫০ থেকে ৬০ টি জাহাজ চলাচল করে। চ্যানেলের প্রস্থ ১১০ ফুট হওয়ায় এর উপর দিয়ে ১১০ ফুটের চেয়ে কম চওড়াবিশিষ্ট জাহাজ চলাচল করতে পারে। পানামা খাল দিয়ে এক অর্থবছরে ৪৪ কোটি ২০ লাখ টন পণ্য পরিবহন করা হয়েছে। একটি পরিসংখ্যান অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রগামী প্রায় ৫৫% জাহাজ পানামা খাল দিয়ে চলাচল করে। গোটা বিশ্ববাণিজ্যের ৫% সংঘটিত হয় এই পথে। পানামা প্রজাতন্ত্র পানামা খাল থেকে বছরে ৭০-৮০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে যা তাদের জাতীয় আয়ের এক-তৃতীয়াংশ। পানামা খাল পানামা প্রজাতন্ত্রে অবস্থিত হলেও একসময় এটি মার্কিনদের নিয়ন্ত্রনে ছিল।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours