অনলাইন ডেস্ক ॥
চীনের মহাপ্রাচীরের কথা সবাই জানলেও এটি তৈরি করতে কী ব্যবহৃত হয়েছিল, তা অনেকেরই অজানা। মানব নির্মিত বিশালাকার এ প্রাচীরটি তৈরি করতে কংক্রিটের মিশ্রণে আঠালো ভাত ব্যবহার করা হয়েছিল বলে জানা যায়।পাহাড় ও সবুজ বনভূমির উপরে বিস্তৃত ২১ হাজার ১৯৬ কিলোমিটার দীর্ঘ চীনের গ্রেট ওয়াল। এ প্রাচীরের যেটুকু প্রস্থ; সেখানে প্রায় ১২ জোড়া ঘোড়া একসঙ্গে দৌঁড়াতে পারবে। চীনের মহাপ্রাচীর মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এ প্রাচীর প্রায় ৫ থেকে ৮ মিটার উঁচু। এটি সাংহাই পাস থেকে শুরু হয়েছে এবং লোপনুর নামক স্থানে শেষ হয়েছে। গবেষণা অনুসারে, পানি প্রতিরোধী স্টিকি রাইস ব্যবহার করা হলে সময়ের সাথে সাথে এর আকার ধারণ করার সম্ভাবনা বেশি, এবং তা পানি রোধী ও ভূমিকম্প থেকে রক্ষা পায়। চালে থাকাঅ্যামাইলোপেকটিন চুনের ক্যালসিয়াম কার্বনেটে যুক্ত করার ফলে, ক্যালসিয়াম কার্বনেট স্ফটিক পাওয়া যায়। এতে স্থাপনাগুলো আরও মজবুত হয়। ১৫০০ বছর আগে চীনের বিভিন্ন মন্দির, প্যাগোডা, প্রাচীরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণের ক্ষেত্রে কংক্রিটের মধ্যে আঠালো ভাতের ব্যবহার চালু ছিল বলে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মত। এ কারণেই ঐতিহাসিক সব স্থাপনাগুলো এখনো অক্ষত আছে বলে মনে করা হয়।
+ There are no comments
Add yours