অনলাইন ডেস্ক॥
দুর্ঘটনা ঘটার আগেই চালককে সংকেত পাঠাবে স্কুটার। ফলে চালক বুঝতে পারবেন সামনে দুর্ঘটনার আশঙ্কা আছে, তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমনই সেন্সর যুক্ত করেছে অ্যাথার এনার্জি তাদের নতুন এক ধরণের স্কুটারে। সংস্থাটি স্কুটারে এমন একটি সেফটি ফিচার্স সংযুক্ত করেছে, যেটি পিচ্ছিল রাস্তায় গাড়ি যাতে পিছলে না যায়, রাস্তায় উল্টে পড়ে না যায় তার জন্য স্কুটারে জুড়ে দিয়েছেন অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এর ফলে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এই স্কুটারে। এর মধ্যে রয়েছে স্কিড কনট্রোল ও ফল সেফ ফিচার্স। এর মধ্যে রাখা হয়েছে ট্রাকশান কনট্রোলের সুবিধা, যা কি না এই স্কুটারের মোটরে টর্ক সরবরাহ করে। এই ফিচার্সের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে স্কুটারের গতিবেগ কমে আসে, চাকার ট্রাকশান কমে আসে। রাস্তায় যদি স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটারের গতিবেগ আপনা থেকেই কমে আসবে। ফলে ভাঙাচোড়া রাস্তায়, পাহাড়ি রাস্তায় গাড়ি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করবে এই ফিচার্স। এই বৈদ্যুতিক স্কুটার স্কুটার চালকরা অনেক দুর্ঘটনা এড়াতে পারবেন।
এই স্কুটার দুর্ঘটনার আগে থেকেই সংকেত দেবে চালককে
You May Also Like
হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখুন ব্যক্তিগত চ্যাট
August 12, 2024
হিটস্ট্রোকে একদিনে শিক্ষকসহ প্রাণ হারিয়েছেন ১৭ জন
April 29, 2024
হিট অ্যালার্ট জারি: যা যা মানতে হবে
April 22, 2024
হাসিনা সরকার উৎখাতে ‘মার্কিন-চীন প্রভাব’ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র
September 10, 2024
More From Author
৫০ সেকেন্ডের জন্য পারিশ্রমিক নেন ৫ কোটি টাকা!
November 8, 2024
যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলের ঘোষণা ট্রাম্পের
November 8, 2024
সিনিয়র ম্যানেজার নিয়োগ দিচ্ছে নেবে ব্র্যাক
November 8, 2024
+ There are no comments
Add yours