নিজস্ব প্রতিবেদক ॥ ১৩ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডির ‘দ্য ক্যাফে রিও’র ১২ তলায় অনলাইন প্লাটফর্ম বন্ধুবাড়ির গেট টুগেদার অনুষ্ঠিত হয়ে গেলো। ঘরোয়া আনন্দঘন এবং ব্যতিক্রমী এই আয়োজনে দেশ- বিদেশ থেকে বন্ধুরা দলবেঁধে ছুটে এসেছে প্রাণের টানে মহামিলনে মহব্বতের সূধা পান করতে। সে এক অন্যরকম মুহূর্ত! যার রেশ থেকে যাবে বহুদিন বহু বছর! এমনটাই জানালেন বন্ধুবাড়ির কয়েকজন অহিংস মনের মানুষ। এতোদিন যারা দূরে ছিলো, আজ তারা চোখের সামনে। এতোদিন যাদের সাথে কথোপকথন হতো বিভিন্ন মাধ্যমে আজ তারা পাশে। এতোদিন যাদের নিয়ে স্বপ্ন দেখেছে চোখ আজ তারা সেই চোখের কাছে। হাতের মুঠোই হাত। কোলাকুলি। হৈ হুল্লোর ডাকাডাকি। কীসের খাওয়া! আজ শুধুই প্রাণের সাথে প্রাণের নাওয়া । ভালোবাসার আলোয় স্নান শেষে একসময় বুফেতে লাইন ধরা। তারপর বন্ধুর পাশে বসে ভাগ করে খাওয়া। আর কথাবার্তা খোঁজখবর নেওয়া। এরই মাঝে শুরু হয় কেক কাটা পর্ব। কেক কাটা শেষে নিজেকে উপস্থানের মাধ্যমে বিনোদন নেওয়া ও দেওয়ার চেষ্টা। একসময় পশ্চিমাকাশে সন্ধ্যা নাম্ েপ্রয়োজন টান মারে শিকল ধরে। যে যার গন্তব্য বেছে নেয়।
+ There are no comments
Add yours