এই টাউয়ারের উপর থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত শহরটি দেখা যায়

Spread the love


অনলাইন ডেস্ক॥
পুরো আইফেল টাওয়ারের গায়ে লাখ লাখ বাতি জ্বলছে। এ দৃশ্য রাতের বেলায় দেখতে কি যে অপূর্ব লাগে তা নিজের চোখে না দেখলে বুঝানো যাবে না। দূর থেকে আইফেল টাওয়ার দেখতে খুব সরু মনে হলেও আসলে কিন্তু তা অনেক প্রশস্ত ও বিশাল। একই সঙ্গে প্রায় ৫ থেকে ৬ হাজার দর্শণার্থী আইফেল টাওয়ারে উঠতে পারেন। আইফেল টাওয়ারের উচ্চতা ১০৮১ ফুট ৭ ইঞ্চি এবং এর ওজন ১০ হাজার ১০০ মেট্রিক টন। ভ্রমণ বা দেখার জন্য সিঁড়ি বা লিফটের সাহায্যে টাওয়ারটির শীর্ষস্থানে ওঠা যায়। সেখান থেকে নগরীর সৌন্দর্য চমৎকারভাবে উপভোগ করা এবং প্রায় ৭৫ কিলোমিটার পর্যন্ত শহরটি দেখা যায়। গোটা দুনিয়ার মানুষের কাছেই ওটার একটা আলাদা মর্যাদা আছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours