একটি সুন্দর শহর দেখতে চাইলে যেতে হবে প্যারিস

Spread the love


অনলাইন ডেস্ক॥
একটি সুন্দর শহর দেখতে চাইলে যেতে হবে ইউরোপের প্যারিস। বিশ্বের সৌন্দর্য ও আধুনিক নগরীর অন্যতম ফ্রান্সের রাজধানী প্যারিস। ইউনেস্কো’র সদর দফতর প্যারিসে অবস্থিত। কেননা প্যারিসের হোটেল ও জীবনযাত্রার মান ব্যয়বহুল। প্যারিস নগরী সত্যিই অপূর্ব। পরিষ্কার-পরিচ্ছন্ন শিল্পীর অঙ্কনে উদ্ভাসিত এবং পর্যাপ্ত আলোয় আলোকিত। ব্যস্ত নগরী প্যারিসে স্বল্প সময়ের জন্য আসা ঠিক নয়। শুধু প্যারিসে কেন গোটা ফ্রান্স দেখা এবং জানার কোনো শেষ নেই এ শহরকে। প্যারিস নগরীতে ঘুরে বেড়ানোর বহু স্থান রয়েছে, যা লিখে শেষ করা যাবে না। প্যারিসে কেউ এলে আইফেল টাওয়ার, প্যারিস গেট, বাস্তিল দুর্গ, প্যারিসের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর গ্যালারি লাফায়েত, মোলা রুজ নাইট ক্লাব, ডায়না সাট ,সেন নদীর ট্যানেল, আর্চ অফ ট্রয়াঞ্চ গ্যালারি লাফাযেত, কনকর্ড টাওয়ার, গিমে জাদুঘর, নেপোলিয়নস টুম ইত্যাদি না দেখলে জীবনটাই অপূর্ণ থেকে যাবে। এক কথায় ইউরোপের দর্শনীয় শহরগুলোর মধ্যে প্যারিস অন্যতম।
রাজধানী প্যারিসের রাস্তায় হোটেল, রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব ইত্যাদিতে ভরপুর। নগরীর লোকজন রাস্তার জন্য ঘর থেকে বাইরে বা রেস্টুরেন্টে খেতে বেশি পছন্দ করে। বন্ধের দিন শনি ও রোববার বাসায় বেশ ধুমধাম পার্টির আয়োজন করে। প্যারিসে সকালের জনপ্রিয় নাশতা হচ্ছে বাগেট এবং চিজ। বাগেট হচ্ছে এক ধরনের লম্বা শক্ত রুটি। এখানকার মানুষ প্রচুর চিজ খায়। প্যারিসে রয়েছে প্রায় দুই থেকে ৩ শত প্রকারের চিজ। প্যারিস শহরকে বলতে হবে কফি শপ, ফুড শপ আর সেফস শপের শহর। শহর জুড়ে অসংখ্য খাবারের দোকান। তবে ফরাসিরা কাঁচা খাবার খুব পছন্দ করে। মাছ বা মাংস থেকে রক্ত ঝরছে এমন খাবার তাদের পছন্দ।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours