আশুগঞ্জে বিদেশি মদ ও গাঁজাসহ গ্রেফতার ৫

Spread the love

আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় ১০৪ বোতল বিদেশি মদ ও ৩০ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ এলাকার ব্রজেন্দ্র কুমার দেবের ছেলে উজ্জ্বল কুমার দেব (৪০), একই এলাকার মো. মোস্তাক আহম্মদের ছেলে মাহামুদুল হাসান (১৮), একই জেলার বিয়ানীবাজার উপজেলার বড়পাড়া এলাকার রফিক উদ্দিনের ছেলে শামসুল ইসলাম (২৮), লক্ষীপুর জেলার সদর উপজেলার ভাংগা খাঁ এলাকার সুজায়েত উল্লার ছেলে মো. রিয়াজ (৩২) ও নরসিংদি জেলার মনোহরদী উপজেলার আমতলী মাইজদিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (২৬)।
এবিষয়ে আশুগঞ্জ থানার ওসি সফিউল কবির গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৬টার দিকে জেলার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় টোল প্লাজার সামনে থেকে পিকআপ ভ্যানসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে পিকআপভ্যানসহ তল্লাশি করে ১০৪ বোতল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। তিনি আরো জানান, একই স্থানে সকাল সাড়ে ৯টার দিকে পৃথক আরেক অভিযানে প্রাইভেটকারসহ রিয়াজ ও নজরুলকে গ্রেফতার করা হয়। পরে প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours