অনলাইন ডেস্ক:
বন্যার পানি কমছে ধীরগতিতে। এখনও অনেকের বাড়িতে পানি রয়েছে। অনেকেই পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার কথা জানান। এদিকে পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে বানভাসি মানুষজন। দেখা দিচ্ছে তীব্র পানি সংকট।
কুমিল্লা জেলার দক্ষিণাঞ্চল লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম উপজেলায় বন্যা পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে গোমতী নদীর বাঁধ ভাঙা অংশে পানি বের হতে দেখা যায়। তবে গোমতী নদীর পানি প্রবাহ স্বাভাবিক রয়েছে।
জেলা প্রশাসনের হিসেব মতে জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি হয়েছিল। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ৭৮ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছিল। যাদের বেশির ভাগ এখন বাড়িঘরে ফিরে যাচ্ছে।
জেলা প্রশাসন থেকে ৩৯ লাখ নগদ টাকা ও ৮০০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুমিল্লা জেলায় ১৬০০ টন চাল ও নগদ ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
+ There are no comments
Add yours