দুই লাখ ৩০ হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার

Spread the love


প্রতিবেদক:

বন্যা পরিস্থিতি মোকাবেলায় ফসলের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়। কর্মসূচির আওতায় ৯টি জেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৮০ হাজার কৃষককে বিনা মূল্যে রোপা আমনের উফশী জাতের বীজ, সার সহায়তা এবং খরচ বাবদ ১৩ কোটি ৬৬ লাখ টাকা দেওয়া হবে। এতে জনপ্রতি কৃষক পাবেন ১,৭০৭.৫ টাকা।
এ ছাড়া বসতবাড়িতে আগাম শীতকালীন সবজি চাষের জন্য ২২টি জেলায় এক লাখ ৫০ হাজার কৃষককে ৫ শতাংশ জমিতে চাষের জন্য জনপ্রতি ১,৫২৩ টাকা (বিভিন্ন জাতের ৫২০ টাকার সবজি বীজ ও অন্যান্য বাবদ ১ হাজার টাকার সহায়তা বিকাশ অ্যাপের মাধ্যমে) প্রদান করা হবে।
এতে মোট ব্যয় হবে ২২ কোটি ৮৪ লাখ টাকা।
উজান থেকে নেমে আসা ঢল ও টানা ভারি বর্ষণে গত ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছিল দেশের ২৩টি জেলা। বন্যায় ক্ষতিগ্রস্ত হন ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন কৃষক। এতে মোট ক্ষতিগ্রস্ত ফসলি জমির পরিমাণ দুই লাখ আট হাজার ৫৭৩ হেক্টর এবং আক্রান্ত ফসলি জমির পরিমাণ ৩৭ লাখ দুই হাজার ৭৩৩ হেক্টর।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours