সংবাদদাতা:
দুপক্ষের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ফটিকছড়িতে পারিবারিক ও সামাজিক কলহের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় উপজেলার দক্ষিণ ফটিকছড়ি জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড তেলপারই গ্রামের ( তকির হাটের পশ্চিমে) ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই উক্ত এলাকার মোহাম্মদ ইসলামের পুত্র।
জানা যায়, পারিবারিক কলহের জের ধরে চার ভাই করিম, রাসেল, জাহাঙ্গীর ও আলমগীর একসাথে বিদেশ থেকে আসেন। মঙ্গলবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে করিম কিরিস দিয়ে স্ত্রী ও মেয়েকে কোপাতে থাকে।
স্থানীয় কয়েকজন এসে বাধা দিলে তাদেরও কোপাতে থাকে। পরবর্তী এলাকাকাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এতে জাহাঙ্গীর ও আলমগীর দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন- সাহাবুদ্দিন, বাচ্চু, বোরহানসহ ছয় জন।
সুত্রগুলো জানায়, করিমের পারিবারিক কলহটি দীর্ঘদিন ধরে সামাজিক কলহে রুপ নেয়। সমাজচ্যুতও করা হয় উক্ত পরিবারকে। চার ভাই একসাথে বিদেশ থেকে আসেন প্রতিবাদ করতে। এসে মর্মান্তিক এ ঘটনা ঘটায়।
জাফতনগর ইউপি চেয়ারম্যন জিয়া উদ্দিন জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেব, সম্পূর্ণ পারিবারিক বিষয়টি এতবড় ঘটনায় রূপ নিল, যা অনাকাঙ্ক্ষিত।
+ There are no comments
Add yours