আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের অবস্থান

Spread the love


প্রতিনিধি:
আশুলিয়া থানাধীন মোজার মিল এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ চলমান আছে।
জানা গেছে, ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির অস্থায়ী শ্রমিকদের (ঠিকাদারের মাধ্যমে নিয়োগকৃত চুক্তিভিত্তিক শ্রমিক) বেতন বৃদ্ধির দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন ফ্যাক্টরির সামনে ২০ থেকে ২৫ জন শ্রমিক তৃতীয় দিনের মতো অবরোধ শুরু করে। রোববার দুপুর ১২টার দিকে তারা জনবল বৃদ্ধি করে ১৪০ থেকে ১৫০ ফ্যাক্টরি সংলগ্ন নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে। ফলে সড়কের উভয় লাইনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
উল্লেখ্য, গত ১৯ ও ২৫ আগস্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে ২৯ আগস্টের মধ্যে বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মসূচি স্থগিত করে। নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টির মীমাংসা না হওয়ায় ২৯ আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours