নিজস্ব প্রতিবেদক।
ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক গতকাল শনিবার দিনব্যাপী বন্যার্তদের মাঝে ত্রাণ বিরতরণ করেন। ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতিপুরুষ কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বেশকয়টি ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এর আগে শনিবার সকালে তিনি আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সংগঠণের ১৫/২০ জন নেতাকর্মিদের সাথে নিয়ে ত্রাণ সামগ্রী প্যাকেট করেন এবং ট্রাক বোঝাই করে কুমিল্লার উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে রওয়ানা দেন। ত্রাণ বিতরণ কালে আব্দুল মালেক জানান, কুমিল্লা, নাঙ্গলকোট, তেজের বাজার, এখান থেকে আমরা যাব বন্যা দুর্গত এলাকা চর জামুরাল, ওরকটি গ্রাম ও ফুটিজলা গ্রাম। তিনি বলেন, সাধারণ আমরা যেটা দেখলাম, কোথাও মানুষ বেশি ত্রাণ পাচ্ছে। আবার কোথাও দুর্গম এরিয়া হওয়ায় সেখানে ত্রাণ যাচ্ছে না। তিনি বলেন, আমার টার্গেট হলো ওইসব দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যেখানে এখনো বন্যার্ত মানুষের মাঝে পর্যাপ্ত ত্রাণের দরকার আছে। ত্রাণ বিতরণ কালে তিনি বন্যার্ত মানুষের সাথে আন্তরিকভাবে কথা বলেন। ধৈর্য ধরতে পরামর্শ দেন। তিনি বলেন, পুরো বন্যার্ত মানুষের সাথে সরকার আছে। সমগ্র বাংলাদেশের মানুষ আছে। কাজেই ভয় পাওয়ার কিছু নেই।
+ There are no comments
Add yours