চাঁদাবাজি করতে গিয়ে যুবক নিহত

Spread the love


প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার কাহালু উপজেলার শিবকলমা গ্রামে চাঁদাবাজি করতে গিয়ে এলাকাবাসীর পিটুনিতে রাকিব হোসেন (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে কাহালু থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামছুল ফকির এর ছেলে। জানা যায়, কাহালু উপজেলার একটি হিন্দুপাড়ার এক তরুণীকে একই এলাকার বিপুল (২৬) নামের এক তরুণ বিয়ের প্রস্তাব দিলে সেটি নাকোচ করে তরুণীর পরিবার। এতে করে নিরাপত্তার বিষয়টি ভেবে তরুণীটিকে অন্যত্র বিয়ে দিয়ে দেন পরিবারের লোকজন। সম্প্রতি ওই তরুণী বাবার বাড়ি বেড়াতে আসেন। এই খবর পেয়ে শুক্রবার রাত ১০টার সময় বিপুল স্থানীয় সন্ত্রাসী দল আতা বাহিনীকে নিয়ে ওই তরুণীর বাড়িতে যায়। এ সময় তরুণীর বাবার কাছে আতা বাহিনীর দলনেতা আতা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তরুণীর বাবা দুইহাজার টাকা দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে আতা বাহিনীর ৮ থেকে ১০ জন সদস্য তরুণীর বাবাকে মারপিট শুরু করেন। এসময় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে আতা বাহীনিকে ধাওয়া করে। ধাওয়ার মুখে পালিয়ে যাওয়ার সময় আতার সহযোগী রাকিব হোসেন মাটিতে পড়ে যান। এরপর গ্রামবাসী তাকে আটক করে পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যায়। নিহত রাকিব কাহালু উপজেলার পরিশেষ গ্রামের সামছুল ফকির এর ছেলে। বগুড়ার কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, রাকিব হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours