ডেস্ক:
পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনন্য এই রেকর্ডটি স্পর্শ করতে সিআর সেভেনের দরকার আর মাত্র একটি গোল। তবে এখানে থেমে থাকতে চান না এই পর্তুগিজ কিংবদন্তি। তার নতুন লক্ষ্য ১০০০ গোল।
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দের ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন রোনালদো। যেখানে ৩৯ বছর বয়সী আল নাস্রের এই তারকা নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন।
রোনালদো বলেন, ‘আমি ১০০০ গোলে পৌঁছাতে চাই। আমি আশা করছি ৪১ বছর বয়সেই এই রেকর্ডটি ছুঁতে পারবো। তবে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এ সময় আমাকে ইনজুরিমুক্ত থাকতে হবে। আমি প্রথম ফুটবলার হিসেবে ৯০০ গোল করতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার এরপরের চ্যালেঞ্জ ১০০০ গোল।’
এদিকে গত মঙ্গলবার রোনালদোর দৃষ্টিনন্দন গোলে আল ফায়হার বিপক্ষে ৪-১ ব্যবধানের বড় জয় পেয়েছে আল নাস্র। চলমান সৌদি প্রো লিগের নতুন আসরে তার দল পেল প্রথম জয়। প্রথমার্ধের যোগ করা সময়ের দশম মিনিটে প্রায় ২০ গজ দূর থেকে দারুণ ফ্রি কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রোনালদো।
সাফল্যেভরা ক্যারিয়ারে এই নিয়ে ৬৪ বার সরাসরি ফ্রি কিকে গোল করলেন রোনালদো। লিওনেল মেসির রেকর্ড (৬৫) স্পর্শ করতে আর একটি দরকার পর্তুগিজ ফরোয়ার্ডের। এছাড়া এটি ছিল তার পেশাদার ক্যারিয়ারের ৮৯৯তম গোল।
+ There are no comments
Add yours