তোপের মুখে অপু বিশ্বাস

Spread the love


প্রতিবেদক:

স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশ। আকস্মিক এই বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আর ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ। বন্যাদুর্গত এলাকায় সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনীর সদস্যদের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। আছেন শোবিজ অঙ্গনের তারকারাও।
অনেক তারকা শিল্পী ইতিমধ্যেই ছুটে গেছেন বন্যাদুর্গত এলাকায়। কেউ আবার বানভাসিদের জন্য অর্থ সহযোগিতার পাশাপাশি তহবিল সংগ্রহের কাজও করছেন।
এদিকে, বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তোপের মুখে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানি বন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে কারণ আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’
সবশেষ অপু লিখেছেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবাই যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’
নায়িকার এমন পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা যেমন ‘বাহবা’ দিচ্ছে ঠিক তেমনি নেটিজেনদের ‘কটাক্ষ’র শিকারও হতে হচ্ছে অপুকে।
মন্তব্যের ঘরে তাহারাত নামে একজন লিখেছেন, ‘ছোট্ট জয়কে রেখে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছেন না, অথচ এই জয়কে রেখে দিন-রাত, চব্বিশ ঘন্টা বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়। এখানে-সেখানে ফিতা কেটে বেড়ায়।’
আশরাত জাহান লিখেছেন, ‘দুবাইয়ের কথা ভুলে গেছেন? ফ্যাশন শো করতে গেলে সমস্যা নাই বাচ্চা ছাড়া।’
খাদিজা নামে অন্য একজন লিখেছেন, ‘রক্তের বন্যার সময় অসহায় মানুষদের কী আপনের চোখে পড়েনি?’
নূর আহমেদ লিখেছেন, ‘গত জুলাই মাসে কত মায়ের বুক খালি হয়েছে, কত পরিবার ধ্বংস হয়েছে, তখন কোথায় ছিল আপনার মায়া কান্না?’ এমন অসংখ্য নেচিবাচক মন্তব্য পড়েছে অপুর পোস্টটি ঘিরে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours