রেলপথ দৃশ্যমান না হওয়া পর্যন্ত চট্টগ্রামের ট্রেন চলবে না

Spread the love

অনলাইন ডেস্ক:

ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে রেললাইন প্লাবিত হওয়ায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের রেল যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেট-ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে।
আজ শনিবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, মিরসরাই, ফেনী, কুমিল্লাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন রেললাইন ৭ থেকে ৮ ফুট পানির নিচে এখনও ডুবে আছে। এ অবস্থায় ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলপথ ও স্টেশনগুলোর ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিন দেখতে শনিবার চট্টগ্রাম থেকে একটি ট্রেন গেছে। সেটি ফিরলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। চট্টগ্রাম থেকে ঢাকা, জামালপুর, সিলেট, কক্সবাজার ও চাঁদপুরে প্রতিদিন ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এ ছাড়া চট্টগ্রামের নাজিরহাট, কক্সবাজার, চাঁদপুর, ঢাকা ও ময়মনসিংহে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours