অন্তর্বর্তীকালীন সরকার: দুই উপদেষ্টার শপথ আজ

Spread the love


নিজস্ব প্রতিবেদক:
অন্তর্বর্তীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা আজ রবিবার শপথ নেবেন। বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার দুপুর ১২টায় শপথ নেবেন।
এদিকে, উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্র থেকে রবিবার রাতে দেশে পৌঁছবেন। তিনি সোম বা মঙ্গলবার শপথ নিতে পারেন। এই তিন উপদেষ্টা গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৮ আগস্ট) নবীন-প্রবীণের সমন্বয় গঠিত হলো দেশের বহুল আলোচিত অন্তর্বর্তী সরকার। শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদের মধ্যে ১৪ সদস্যকে বৃহস্পতিবার বঙ্গভবনে রাত ৯টা ২০ মিনিটে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সবাইকে অবাক করে নতুন সরকারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়। তবে সরকারের মেয়াদ কতদিন হবে তা পরিষ্কার করে কিছু বলা হয়নি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours