এবার শিক্ষার্থীরা পরিষ্কার করছে মোহাম্মদপুর থানা

Spread the love


অনলাইন ডেস্ক::
শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদপুর থানায় হামলার ঘটনা ঘটেছিল। ভাঙচুর করা হয়েছিল ভেতর-বাহির। গত সোমবার থেকেই এ থানার কার্যক্রম বন্ধ ছিল। অবশেষে শুক্রবার থেকে চালু হয়েছে থানাটি।
তবে থানার ভেতর বাহিরে জমে ছিল অনেক ময়লা ও আবর্জনা। সেই সব ময়লা-আবর্জনা শিক্ষার্থীরা এখন পরিষ্কার করছে।
শনিবার (১০ আগস্ট) সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন বলে জানা গেছে। জানা যায়, শিক্ষার্থীরা থানাটিকে পরিষ্কার করার জন্য গতরাতেই উদ্যোগ নেন।
তারই অংশ হিসেবে তারা আজ সকালে থানাটিতে যান এবং পরিষ্কার করতে শুরু করেন।
থানা পরিষ্কারের কাজে অংশ নিচ্ছে মোহাম্মদপুর এলাকার বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে থানাটিকে ঝকঝকে করে তুলছেন। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
তারাও তাদের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
গত সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর রাতে বিক্ষুব্ধ জনতা থানাটির ভেতর ও বাহিরে হামলা চালায়। এ সময় ভাঙচুর করে থানায় আগুন দেয়। থানার ভেতরে থাকা সকল জিনিসপত্র পুড়ে গেছে। এ সময় তারা থানার বাহিরে থাকা যানবাহনগুলো ভাঙচুর করে। সেদিন থেকে থানাটিতে কোনো পুলিশ সদস্য ছিল না। তারা অবশ্য হামলার আগেই পালিয়ে যান। শুক্রবার থেকে থানাটির আবার কার্যক্রম শুরু করা হয়েছে। এ কাজে সহযোগিতা করেছে সেনাবাহিনী।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours