যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ৫.২ মাত্রার ভূমিকম্প

Spread the love


অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের কাছে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, তাদের ১০০টি ফায়ার সার্ভিস স্টেশন স্থল, আকাশ এবং সমুদ্রপথে কৌশলগত জরিপ পরিচালনা করবে। ৪৭০ বর্গ মাইলের শহর লস অ্যাঞ্জেলেসের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। এ কাজ করতে তাদের এক ঘণ্টার মতো সময় লাগবে।
এর আগে, গত ২৯ জুলাই লস অ্যাঞ্জেলেস অঞ্চলে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এর কেন্দ্র ছিল ক্যালিফোর্নিয়ার বারস্টোর এলাকায়। তবে সেই ভূমিকম্পেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours