ভারতে পালানোর সময় রাসিকের হিসাবরক্ষক আটক

Spread the love

অনলাইন ডেস্ক

ভারতে পালিয়ে যাওয়ার সময় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) হিসাবরক্ষক নিজামুল হুদাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বিজিবি।
এ সময় তার কাছ থেকে নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
এর আগে, সোমবার দুপুরে শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পরই রাজশাহী সিটি করপোরেশনসহ সরকারি স্থাপনা এবং আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, আটক নিজামুল হুদার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ আছে। সেই দুর্নীতি থেকে বাঁচতেই দেশত্যাগের চেষ্টা করেন তিনি। সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারত পালানোর সময় তাকে আটক করা হয়েছে। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours