অনলাইন ডেস্ক
ইরানের রাজধানী তেহরানে হামলায় নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার লাশ কাতারে পৌঁছেছে। শুক্রবার দেশটির রাজধানী দোহায় তাকে দাফন করা হবে। দাফনের আগে দোহার সবচেয়ে বড় মসজিদ ইমাম মুহাম্মদ বিন আবদুল ওয়াহহাব মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশ নেবেন আরব ও ইসলামিক অনেক নেতা।
আল জাজিরার তথ্যমতে, সন্দেহভাজন ইসরায়েলি হামলায় তেহরানে নিহত হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা আজ সম্পন্ন করবে কাতার। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক কার্যালয়ের অন্যান্য সদস্যদের সাথে দোহার বসবাস করতেন।
এএফপি নিউজ এজেন্সি জানিয়েছে, জানাজার নামাজের পরে হানিয়াকে দোহার উত্তরে অবস্থিত লুসাইলের একটি কবরস্থানে দাফন করা হবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, হানিয়ার লাশ ইরান থেকে বৃহস্পতিবার দোহায় পৌঁছায়।
হামাস এবং কাতারের রাষ্ট্রীয় মিডিয়ার তথ্যমতে, কাতারের জাতীয় মসজিদে জুমার নামাজের পরে তার জানাজা অনুষ্ঠিত হবে, তারপর লুসাইল শহরে তাকে দাফন করা হবে।
হামাস জানিয়েছে, ‘আরব ও ইসলামিক নেতাদের’ পাশাপাশি ফিলিস্তিনি অন্যান্য উপদলের প্রতিনিধি এবং জনসাধারণ এতে যোগ দেবেন।
এর আগে বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনির ইমামতিতে তেহরানে ইসমাইল হানিয়ার জানাজা সম্পন্ন হয়। হামাস নেতার এই জানাজাকে কেন্দ্র করে তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঢল নামে অসংখ্য মানুষের।
এছাড়া তুরস্ক এবং পাকিস্তান হানিয়ার সম্মানে আজ শোক দিবস ঘোষণা করেছে। অন্যদিকে হামাস তাদের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তার দাফনের সাথে মিলিত হওয়ার জন্য এটিকে ‘ক্ষোভের দিন’ ঘোষণা করেছে।
+ There are no comments
Add yours