নিজস্ব প্রতিবেদক॥
গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন ব্যবসায়ী মো. রাশেদুল হক নামে এক ব্যবসায়ী। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে আদেশ দিয়েছেন বলে জানা গেছ্।ে এদিকে এই কর্মকর্তার বিরোদ্ধে ব্যবসায়ীদেরকে দীর্ঘদিন যাবৎ কারণে অকারণে হয়রানির অভিযোগ করেছেন বেশ কয়েকজন ব্যবসায়ী। তারা বলেন, আমরা সরকারকে রাজস্ব দিচ্ছি। সরকারের সকল নিয়মনীতি মেনে ব্যবসা করছি। এটি একটি মানবসেবা। আমরা পাবলিককে সার্ভিস দিচ্ছি। আর এই অফিসার বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। তারা দাবি করে বলেন, এই কাস্টমস কর্মকর্তার প্রতিনিয়ত প্রকাশ্যে এবং নিরবে চাঁদাবাজীতে আজ আমরা সর্বস্বান্ত হবার পথে। আমরা জানি না অবৈধ ভাবে সে কত টাকার পাহাড় গড়েছেন। এসময় তারা বিষয়টি নিয়ে দুর্ণীতি দমন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন। প্রসঙ্গত: ব্রাহ্মণবাড়িয়ার এই কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার বিরুদ্ধে চাঁদা দাবি ও হয়রানির অভিযোগে গতকাল বুধবার (২৬ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি ব্রাহ্মণবাড়িয়া শাখার নেতৃবৃন্দ। মানববন্ধনে জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক ফখরুল হাসান, নিউ মার্কেট কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম, দি ঝুমুর হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সত্তাধিকারী বিশিষ্ট সমাজসেবক আব্দুল মালেক।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার রেস্তোরাঁ ও মিষ্টান্ন ভাণ্ডার প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট দেয়। কিন্তু ভ্যাট কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বিভিন্ন সময় এমনকি মধ্য রাতেও ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। তাকে টাকা না দিলে ব্যবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। ব্যবসায়ীরা দ্রুত এ কর্মকর্তার অপসারণের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে ব্যবসায়ীদের এসব অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা আবু হানিফ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, বিধি মোতাবেক অভিযান পরিচালনা করা হয়ে থাকে।
+ There are no comments
Add yours