সরাইলে মহিলা প্রতারক চক্র ছিনিয়ে নিয়েছে ৩৩ হাজার টাকা!

Spread the love


বিশেষ প্রতিনিধি॥
ঈদ আসলেই সরাইলে মহিলা প্রতারক চক্রের উপদ্রব বেড়ে যায়। চক্রের সদস্যরা বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে সাধারণ মানুষকে নিঃস্ব করছে। ওই চক্রের একাধিক সদস্যরা কয়েকবার ধরাও পড়েছে। আসলে নারী পুরুষসহ আমাদের সকলকে এ বিষয়ে আরো সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। আজ এমনি একটি ঘটনা ঘটেছে। সরাইল সোনালী ব্যাংক থেকে নিজের পেনশনের টাকা উত্তোলন করে বাড়ি যাচ্ছিলেন অবসর প্রাপ্ত শিক্ষক তাহেরা বেগম (৭৪)। তিনি উপজেলা সদরের সাগরদিঘীর পাড়ের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিনের স্ত্রী। আজ সোমবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ব্যাংক থেকে বাড়ির ফেরার উদ্যেশ্যে তিনি নীচে যান। এসময় রিকশার জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেই মুহূর্তে সহায়তার অভিনয় করে কাল রংয়ের বোরকা পরিহিত দুই মহিলা এগিয়ে আসেন। তাদের একজন বেরিকেড দিয়ে তাহেরা বেগমকে হাতে ধরে রিকশায় উঠতে সহায়তার অভিনয় করার সময় কৌশলে তাহেরা বেগমের পার্টসের ভেতর থাকা ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। একটু পরে একজনকে টাকা দিতে গিয়ে তাহেরা বেগম দেখেন তার পার্টসে টাকা নেই। তিনি চিৎকার চেঁচামেচি করে ব্যাংকে প্রবেশ করেন।
সরাইলের বিশিষ্টজন সাংবাদিক মো. মাহবুব খান এর ফেইসবুক ওয়াল থেকে নেওয়া।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours