জাল ভোট ও ভোটারদের প্ররোচিত করায় ৩ জন কারাগারে

Spread the love

বিশেষ প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রথম ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে জাল ভোট দেওয়া ও ভোটারদের প্ররোচিত করার দায়ে ৩ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলার কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সাজা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ। সাজাপ্রাপ্ত শাকির মিয়া (৩৯) জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার (মোড়াহাটি) গ্রামের রজব আলীর ছেলে, একই গ্রামের সাচ্চু মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৮) ও ইয়াকুব আলীর ছেলে মো. রাকিব হোসেন (২৪)। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে গোপন কক্ষে গিয়ে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় হাতেনাতে শাকির মিয়াকে আটক করা হয়। শাকির ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট হিসেবে কাজ করছিলেন। একই কেন্দ্রে অপর পোলিং এজেন্ট মো. হৃদয় মিয়াকে ভোটারদের ভোট প্রদানের জন্য প্ররোচিত করার সময় আটক করা হয়। তিনি আরো জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার জন্য অন্যায়ভাবে প্ররোচিত করার সময় মো. রাকিব হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন ধারায় শাকির মিয়াকে ১৫ দিন, হৃদয় মিয়াকে ১০ দিন ও রাকিব হোসেনকে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours