স্টাফ রিপোর্টার॥
প্লাটফর্ম নামের একটি নান্দনিক প্রকাশনা সংস্থার আয়োজনে বৈশাখের পদাবলি ১৪৩১ শিরোনামে আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ শিরোনামে কবিকন্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে অবস্থিত রংধনু স্টুডিওতে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজনের সভাপতি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি, কবি ও গবেষক জয়দুল হোসেন। প্লাটফর্ম এর সত্তাধিকারী কবি হেলাল উদ্দিন হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি শাহ মোহাম্মদ সানাউল হক। ব্রাহ্মণবাড়িয়া- চট্টগ্রাম ও ঢাকা থেকে আমন্ত্রিত কবিকন্ঠে কবিতা পড়েন-কবি সফিকুল ইসলাম, তাপস চক্রবর্তী, রিঙকু অনিমিখ, মাজহার সরকার, রাসেল রায়হান, জব্বার আল নাইম, অর্ধেন্দু শর্মা, শাদমান শাহিদ,মোহন্ত কাবেরী, শানশাল তাজিল, মঈন ফারুক, শিরিন আকতার, শৌমিক ছাত্তার, আমির হোসেন ও রুদ্র মোহাম্মদ ইদ্রিস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক মানর্বদ্ধন পাল, উপাধ্যক্ষ একেএম শিবলী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক দুই বাংলার জনপ্রিয় বাচিকশিল্পী মো. মনির হোসেন, অ্যাডভোকেট কবি মো. হুমায়ুন কবীর, কবি মাশরেকী শিপার প্রমুখ।
+ There are no comments
Add yours