মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

Spread the love


অনলাইন ডেস্ক॥

রেললাইনে মোবাইল ফোনে কথা বলার সময় ইয়াদুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ গ্রামের আব্দুল লতিফের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে উল্লাপাড়ার ঘাটিনা রেলসেতুর ওপর ইয়াদুল হোসেন মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী লোকাল ট্রেন চলে আসে। আশেপাশের লোকজন যুবকটিকে ডাকাডাকি করলেও সে শুনতে পায়নি। সে ফোনে কথা বলায় মগ্নে ছিলেন। মুহূর্তেই ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে।
উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, নিহত যুবক তার স্ত্রীর সঙ্গে অভিমান করে সকালে বাড়ি থেকে বের হয়েছে। পরে ঘাটিনা রেল ব্রিজের ওপর দাঁড়িয়ে ফোনে কথা বলছিলেন, এ সময় ট্রেন এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। লাশ রেল পুলিশ তাদের আইনি প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours