নাসিরনগরে দুই মেমবারের গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

Spread the love


অনলাইন ডেস্ক॥

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে এ সংঘর্ষ চলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, স্থানীয় ইউপি সদস্য খায়রুল পাঠানের গোষ্ঠির মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানির পাম্প পরিচালনা করে ব্যবসা করেন। জমিতে পানি দেওয়ার পর তিনি টাকা উত্তোলন করেন। কিন্তু সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত আলীর গোষ্ঠির এক ব্যক্তির জমিতে পানি দিলেও তিনি মাসুদকে টাকা দেননি। এ নিয়ে শনিবার দুইপক্ষ বাকবিতণ্ডা থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ১৫ জন আহত হন। এর মধ্যে সাতজনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিরা জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটকসহ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours