সরাইলে জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

Spread the love

সরাইল প্রতিনিধি॥

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. রাকিবুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত কামাল উদ্দিন (৫৫) শাহাজাদাপুর গ্রামের শাহাদাত আলীর ছেলে।
গ্রামবাসী জানান, ‘গ্রাম ঘেঁষে বয়ে যাওয়া তিতাস নদীর তীরে খাস জমিতে দীর্ঘ দিন ধরে ধান চাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া। সম্প্রতি ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের কয়েকজন ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন। আজ দুপুরে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হন। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরও অন্তত ৩০ জন এ সময় আহত হয়েছেন।’
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বলেন, ‘সংঘর্ষের তথ্য পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ আবারও সংঘর্ষ এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours