ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু

Spread the love


অনলাইন ডেস্ক
এবার চাইলে ইতালি যেতে পারবেন আপনিও। এতোদিনের স্বপ্ন এখন আপনার হাতের নাগালে। কারণ ইউরোপের চার দেশে বাংলাদেশি শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী জুন মাস থেকে। দক্ষ কর্মী পাঠানোর সামর্থ্য অর্জনের লক্ষ্যে প্রাথমিকভাবে বাংলাদেশকে ৩০ লাখ ইউরোর আর্থিক সহায়তা দিচ্ছে। বাংলাদেশি দক্ষ শ্রমিকের জন্য এই সুযোগটিকে অভাবনীয় বলে মন্তব্য করছেন ইউরোপের স্বপ্ন প্রত্যাশীরা। ইউরোপের চার দেশ হচ্ছে- জার্মানি, ইতালি, রোমানিয়া ও গ্রিস। বৈধ পথে ইউরোপে অভিবাসনে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ২০২১ সালে ট্যালেন্ট পার্টনারশিপ নামে বিশেষায়িত কর্মসূচি শুরু করেছে। এর আওতায় থাকা সাত দেশের মধ্যে একটি বাংলাদেশ। মূলত ইউরোপের বাইরের অংশীদার দেশগুলোর নাগরিকদের দক্ষতা অর্জন ও কাজের সুযোগ দিতে এই কর্মসূচি নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতালি, জার্মানি, গ্রিস ও রোমানিয়া পৃথক খাতে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে জাহাজ নির্মাণ, বস্ত্র ও তৈরি পোশাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, নির্মাণ খাত, পর্যটন ও কৃষি- প্রাথমিকভাবে এই ছয় খাতে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ পাবে বাংলাদেশ। কয়েক দিন আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানান, ২২ জুনের মধ্যে আমরা রোডম্যাপ ফাইনাল করবো এবং ইমপ্লিমেন্টেশনে যাবো। এটা এক ধরনেরর পাইলট প্রকল্প। অন্যান্য যে ইউরোপিয়ান দেশগুলো আছে তারাও কিন্তু আগ্রহী হবে। ওয়েলডিংয়ের খুব ডিমান্ড রয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours