জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে স্পেন

Spread the love


অনলাইন ডেস্ক:
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ। জর্ডান, কাতার এবং সৌদি আরব সফরের প্রথম দিনে গতকাল মঙ্গলবার জর্ডানের রাজধানী আম্মানে তিনি এ কথা বলেন।
সানচেজ আরও বলেন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দিলে, ইউরোপের অন্যান্য দেশগুলোও তাদের দেখানো পথে এগোবে। এ বিষয়ে ইউরোপের বাকি দেশগুলোকেও রাজি করানোর চেষ্টা করছে স্প্যানিশ সরকার।
এরইমধ্যে স্লোভেনিয়া, মাল্টা ও আয়ারল্যান্ড স্পেনের আহবানে সম্মতিও জানিয়েছে। দেশগুলো বলছে, উপযুক্ত সময়েই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হবে।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের ১৯৩টি সদস্যরাষ্ট্রের মধ্যে ১৩৯টি রাষ্ট্রই ফিলিস্তিনকে হিসেবে স্বীকৃতি দিয়ে আসছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours